পেট্রল নয়, জল ভরলেই চলবে গাড়ি

প্রকাশ: ২০১৯-০১-০১ ০৬:০২:২৬

একটি গাড়ি। তবে তাতে কোনও পেট্রল বা ডিজেল নেই, শুধুমাত্র জল ভরলেই গাড়ি এগোবে তরতর করে। কোনও কল্পবিজ্ঞানের গল্প নয়, এমনই ঘটছে বাস্তবে।

অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে এই গাড়িটি। এই ব্যাটারিগুলি বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করেই সর্বত্র চলবে এই গাড়ি।
অ্যালুমিনিয়াম-এয়ার, জিঙ্ক এয়ার ব্যাটারিতে চলবে এই গাড়িটি।
এই ব্যাটারিগুলি বাতাস থেকেই অক্সিজেন নিতে পারে, আর ধাতুগুলির সঙ্গে বিক্রিয়া করে শক্তি উৎপন্ন করে। সেই শক্তিতে ভর করেই সর্বত্র চলবে এই গাড়ি।
টানা ৩০ কিমি পর্যন্ত যেতে সক্ষম এই গাড়ি এক ব্যাটারিতেই। তবে ব্যাটারিতে ভরতে হবে জল, তা থেকেই অক্সিজেন নিতে সক্ষম হবে এটি। আরও খানিকটা চলতেও পারবে। জল আর বাতাসই এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস।
টানা ৩০ কিমি পর্যন্ত যেতে সক্ষম এই গাড়ি এক ব্যাটারিতেই। তবে ব্যাটারিতে ভরতে হবে জল, তা থেকেই অক্সিজেন নিতে সক্ষম হবে এটি। আরও খানিকটা চলতেও পারবে। জল আর বাতাসই এই গাড়ির ব্যাটারির শক্তির উৎস।