পা দিয়ে চালিয়ে দিব্যি আকাশে ওড়ানো যাবে এই বিমান

প্রকাশ: ২০১৮-১২-২৮ ১১:২০:১২

একটা বিমান। মানেই অসংখ্য যাত্রী। নিরাপত্তা। বিমানসেবিকা, আর অবশ্যই বিমানচালক ও তাঁর সহযোগীরা। সঙ্গে হাজারো জটিল যন্ত্রপাতি। আকাশে ওড়া কি এতই সহজ!

কিন্তু এমনটা যদি হত, বিমানে চেপে বসা যেত, আর দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাওয়া যেত আকাশে! এমনটা কিন্তু কল্পনা নয়। এমনটাই ঘটেছে বাস্তবে।
কিন্তু এমনটা যদি হত, বিমানে চেপে বসা যেত, আর দিব্যি সাইকেলের মতো চালিয়ে উড়ে যাওয়া যেত আকাশে! এমনটা কিন্তু কল্পনা নয়। এমনটাই ঘটেছে বাস্তবে।

আসনে বসে পড়লেন চালক। পা দুটো বিমানের বাইরে। এক্কেবারে হালকা ওজনের বিমানটি-সহ খানিকটা দৌড়ে গিয়ে তারপর সোঁ করে আকাশে পাড়ি দিলেন তিনি।

আসনে বসে পড়লেন চালক। পা দুটো বিমানের বাইরে। এক্কেবারে হালকা ওজনের বিমানটি-সহ খানিকটা দৌড়ে গিয়ে তারপর সোঁ করে আকাশে পাড়ি দিলেন তিনি।