নাহিদ হাসানের কবিতা ‘ঝড়’

ডেস্ক রিপোর্টার, প্রকাশ: ২০১৮-১২-১৬ ১৩:০৫:৩৭

গোধূলি লগন মিলিয়েছে দিগন্ত
অসীম সীমানায়
পাখিরা ভিড়ছে নীড়ের কাছে আরাধ্য আঙ্গিনায়।
জানে না আজ কি ঘটেছে ঝাউবনের কোণে?

হারিয়ে গেছে রঙ্গিন স্বপ্ন একনিমেশের ঝড়ে।
কেউ আসে না হাত বুলাতে মায়ের মতন করে
অশ্রু ভিজছে চোখের পাতা নড়বড়ে তাই শোকে।
ঘনিয়ে এসেছে ঘন আঁধার নীড়হীন বনে
অনিশ্চয়তায় কাটছে রাত সুখী বিহঙ্গের কলতান শুনে।